
আন্তরিকতা, মানবিকতা, পেশাদারিত্ব ও অনুজের প্রতি স্নেহের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ প্রধান ড.বেনজীর আহমেদ বিপিএম-বার।
একজন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, সহকর্মীদের প্রতি যাঁর রয়েছে অগাধ স্নেহ, যিনি পেশাদারিত্ব আর মানবিকতায় অনন্য, পরম মমতায় যিনি অনুজের পাশে থাকেন নির্ভরতা হয়ে, তিনি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
![]()
পবিত্র ঈদের দিন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সরকারি নিবাস পুলিশ ভবনে কনস্টবল থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নিজে এবং পরিবারের সদস্যদের নিয়ে আতিথেয়তায় অংশ নেন।
![]()
পুলিশের সকল পদবীর সদস্যকে আমন্ত্রণ জানানোয় পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ এবং অনুজের প্রতি স্নেহের এক বর্নিল সৌন্দর্য ফুটে ওঠে; হয়ে ওঠে আনন্দ ও শ্রদ্ধার সম্মিলনে এক অপূর্ব মুহুর্ত।
![]()
ধন্যবাদ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আন্তরিকতা, সহমর্মিতা ও অনুজের প্রতি স্নেহের আর আস্থা হয়ে সবসময় পাশে থাকার জন্য।
