মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে নব-নির্মিত রোটারী কমফোর্ট সেন্টার’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ ক্লাব প্রেসিডেন্ট নাজনীন আরা নাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আন্তর্জাতিক মানের এ ওয়াশ রুম রোটারী কমফোর্ট সেন্টার’র উদ্বোধন করেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ-আল-মামুন, যুদ্ধকালীন কমান্ডার ও অস্ত্র প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র রোটাঃ শামীমা পারভীন রত্মা, সাতক্ষীরা সিটি ব্যাংকের ম্যানেজার রোটাঃ আক্তারুজ্জামান কাজল, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও সাবেক শিক্ষক মন্জুরুল হক, রোটারী কমফোর্ট সেন্টার নির্মাণ কাজের প্রজেক্ট ডাইরেক্টর মাহফুজার রহমান, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উল ইসলাম, সহকারি শিক্ষক মোহাম্মদ তইবুর রহমান, মো. কবীর আহমেদ, মো. আক্তারুজ্জামান, শামীম পারভেজ, ফারুক হোসেন, দেবব্রত কুমার মন্ডল প্রমুখ। সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নব-নির্মিত আন্তর্জাতিক মানের এ ওয়াশ রুম রোটারী কমফোর্ট সেন্টার’র উদ্বোধন করা হয়। রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে সারা দেশে ৫০০ টি রোটারী কমফোর্ট সেন্টার নির্মাণ করা হচ্ছে। এসময় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাজমুন লায়লা বিথী।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন