নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম ২০২২ পালিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের অফিস এবং ডাম্পিং গ্রাউন্ডের জন্য নির্ধারিত স্থানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

এ সময় তিনি বলেন, আপনারা জানেন আমরা মাছে ভাতে বাঙালি। আপনারা জানেন আমাদের দেশের জলাশয়গুলো এক সময় মাছে পরিপূর্ণ থাকত।

 

এখন জলাশয়গুলো শুকিয়ে যায় কিংবা সেচ দিয়ে মাছ ধরা হয়। তারপরও দেশে মৎস সম্পদে পরিপূর্ণতা লাভ করছে।

 

 

 

প্রধানমন্ত্রী প্রতিবছর মাছ চাষে উৎসাহিত করতে মৎস সপ্তাহে নানা কার্যক্রম পরিচালনা করেন। এ বছর তিনি মৎস সপ্তাহ উদ্বোধনকালে বলেছেন নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

জেলা পুলিশের তরফ থেকে আমাদের যতগুলো পুকুর ও উন্মুক্ত জলাশয় আছে সেখানে আমরা মাছ চাষ করে থাকি। এ বছর প্রধানমন্ত্রীর নির্দেশে একটি জায়গাও যেন খালি না থাকে। যেখানে কৃষিকাজ সম্ভব কৃষি কাজ হবে, পতিত জমিতে শাকসবজি চাষ করতে হবে। খালি জলাশয়ে মাছ চাষ করতে হবে। তার এ নির্দেশকে আদেশ মনে করেই মৎস চাষ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন