সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 359 দর্শন

 

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ )সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, সিভিল সার্জন মো: সবিজুর রহমান প্রমুখ।


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মোশাররফ হোসেন মশুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন