অগ্নিকাণ্ড ও যে কোনো দূর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাতক্ষীরা পুলিশের অগ্নি নির্বাপণ মহড়া-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরা সহযোগিতায় অগ্নি নির্বাপণ মহড়ায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান।

মহড়ায় অগ্নিকান্ড সংক্রান্ত বিভিন্ন দূর্ঘটনা থেকে জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে  পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের নানা দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এ বিষয়ে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। মহড়ায় অগ্নি নির্বাপণ যন্ত্রের পরিচিতি ও ব্যবহার, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা নিয়ন্ত্রণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়।


এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফসির উদ্দিন,ওয়ার হাউস ইন্সপেক্টর,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরা সহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার কর্মকর্তাবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন