
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(ডিআইজি) মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম।
![]()
শনিবার সকালে খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধীসৌধে ফুলের ডালি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
![]()
শ্রদ্ধা নিবেদন শেষে রেঞ্জ ডিআইজি মঈনুল হক ফাতিহা ও দরুদপাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা সহ ১৯৭১ সালে ১৫ ই আগষ্টে ঘাতক দের বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।পরে তিনি সেখানকার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
![]()
এরপর নবাগত রেঞ্জ ডিআইজি মঈনুল হক গোপালগঞ্জের সার্কিট হাউজে মাননীয় সংসদ সদস্য বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন এবং সংসদ সদস্য খুলনা-২ শেখ সালাহউদ্দিন জুয়েল এঁর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
![]()
এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি(অপারেশন) আতিকুর রহমান মিয়া খুলনা সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
![]()
