অসহায় মানুষের কথা চিন্তা করে চালের দাম বৃদ্ধি করবেন না : সাতক্ষীরার এসপি মনিরুজ্জামান

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 248 দর্শন

 

জেলা চালকল মালিক সমিতির সাথে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

মতবিনিময় সভায় পুলিশ সুপার চালকল মালিকদের স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বেশি মুনাফা পাওয়ার আশায় অযথা মজুদদারীর মাধ্যমে চালের মূল্য বৃদ্ধি করবেন না।

তিনি বলেন, করোনা মহামারী ও এর পরবর্তীকালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সারা বিশ্বে মুদ্রা স্ফিতি মোকাবেলায় সাধারণ মানুষের অনেকে কষ্টে দিন পার করছে। অসহায় মানুষের কথা চিন্তা করে চালের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি বাজারে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রাখার জন্য অনুরোধ জানান।পুলিশ সুপার আরো বলেন,  সাতক্ষীরার ব্যবসায়ীদের নিরাপত্তা ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাতক্ষীরা জেলা পুলিশ আপনাদের সর্বাত্মক সহযোগীতা করবে।

সভায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান,সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান,ডিআই-১ জাহিদ, ট্রাফিক পুলিশের টিআই শ্যামল কুমার চৌধুরী, আশাশুনি থানার ওসি মোমিনুল হক পিপিএম,কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা,পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়,দেবহাটা থানার ওসি শেখ ওাবায়দুল্লাহ,ডিবির ওসি বাবলুর রহমান সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন