যেভাবে অসহায় ও বৃদ্ধ মানুষকে সন্মান দিলেন পুলিশ সুপার

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 370 দর্শন

 

রহিম মিয়া(ছদ্ম নাম) বয়স:৬৫ বৎসর, বাড়ি তালা উপজেলায়।রবিবার সকালে বিপদে পড়ে এসেছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর কার্যালয়ে।পুলিশ সুপার তার টেবিলে রাখা সিটি টিভি ক্যামেরায় চেয়ারে বসে দেখতে পেলেন পাঞ্জাবী আর লুঙ্গিপরা ষাটোর্ধ এক বৃদ্ধ রুমের সামনে দাড়িয়ে আছেন পুলিশ সুপারের সাথে দেখা করার জন্য।পুলিশ সুপার কলিং বেল টিপে গেটে দায়িত্বরত পুলিশ সদস্য নাজমুল কে বল্লেন,নাজমুল সবার আগে বৃদ্ধ কে আসতে বলো।বৃদ্ধ রহিম মিয়া পুলিশ সুপারের কাছে তার দু:খ,কষ্টের কথা জানানো মাত্রই পুলিশ সুপার সাথে সাথে ঐ এলাকার সার্কেল অফিসার কে ফোন দিয়ে বৃদ্ধ কে সহযোগীতা করার নির্দেশ প্রদান করেন।এরপর পুলিশ সুপার ঐ বৃদ্ধ কে শোফায় বসিয়ে মিস্টি খেতে দেন।বৃদ্ধ রহিম মিয়া পুলিশ সুপারের  আন্তরিকতায় মুগ্ধ হয়ে বল্লেন আল্লাহ পাঁক আপনাকে সুস্থ্য রাখুক ও দীর্ঘ হায়াত দারাজ করুক। আপনি আমাদের বসবাস করার জায়গা করে দিলেন।আপনার প্রতি কৃৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।

সার্বিক ঘটনাটি ভিডিও ধারন করেন পুলিশ সুপারের কক্ষে বসা এক সাংবাদিক।ভিডিওটিতে দেখা যায় পুলিশ সুপার চেয়ার থেকে উঠে দাড়িয়ে দাড়িয়ে বৃদ্ধ রহিম মিয়ার সাথে কথা বলছিলেন।ভিডিও ধারণকারী সাংবাদিক ও রীতিমত চমকে ওঠে বলেন, দেশে এখনো এমন মানবিক ও জনবান্ধব পুলিশ সুপার আছে।স্যালুট পুলিশ সুপার আপনাকে। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন