সন্ত্রাস – জঙ্গীবাদ ও নাশকতাকারীদের সতর্ক করতে সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা জেলা ব্যাপী বিশেষ অভিযান পরিচালনার প্রাক্কালে দৃষ্টিনন্দন মহড়া অনুষ্টিত হয়। মহড়ায় নেতৃত্ব প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম।
উক্ত মহড়ায় এপিসি,রেকার সহ পুলিশের বিভিন্ন আধুনিক যানবাহন ব্যবহার করা হয়। এতে আরও অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আতিকুল ইসলাম (ক্রাইম এন্ড অপস্), সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কালিগজ্ঞ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, তালা সার্কেল এএসপি সাজ্জাদ হোসেন সহ জেলার ৮টি থানার অফিসার ইনচার্জবৃন্দ,ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন সহ সকল পরিদর্শক এবং পুলিশের সকল স্তরের সদস্যবৃন্দ মটর সাইকেল যোগে মোহড়ার অংশ নেন।