ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 213 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।


সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে টাউন স্পোর্টিং ক্লাব বনাম ইউনাইটেড ক্লাব এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইউনাইটেড ক্লাব টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। টাউন স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের হাসান ৫১ ও মৃত্যুঞ্জয় ৩৩ রান করে। প্রতিপক্ষের আরিফুল ৩টি, এনাম ও রমজান ২টি করে উইকেট লাভ করে।
জবাবে ইউনাইটেড ক্লাব ব্যাট করতে নেমে ৮.২ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৩৩ রান করে। দলেল সোহান ৩৬ বলে ১০৬ রান করে। ফলে ইউনাইটেড ক্লাব ১০ উইকেটে জয়লাভ করে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইউনাইটেড ক্লাবের হাবিবুর রহমান সোহান এবং ম্যান অবদ্যা সিরিজ নির্বাচিত হয় টাউন স্পোর্টিং ক্লাব এর এনামুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, এলসন কনজুমার পোডাক্ট লি: এর ডিএমপি শাহাদাত অমি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীসের যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আব্দুল মান্নান, কবিরুজ্জামান রুবেল, আ.ম. আখতারুজ্জামান মুকুল, কাজী আক্তার হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, ফারহা দীবা খান সাথী, শিমুন শামসসহ টাউন স্পোর্টিং ক্লাব ও ইউনাইটেড ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন