বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৩ এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২৭,২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শারীরিক সক্ষমতা যাচাই, ৬ মার্চ ২০২৩ লিখিত পরীক্ষা এবং ১৫ মার্চ ২০২৩ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে সাতক্ষীরা জেলায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন প্রকার আর্থিক লেন দেন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায়।মান্যবর আইজিপি মহোদয়,খুলনা রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশের কার্যালয় থেকে মনোনিত কর্মকর্তারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। এখানে কোনো প্রকার তদবীর বা আর্থিক লেন দেনের সুযোগ নেই। কোন মাধ্যম, দালাল, বাটপারের খপ্পরে না পড়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার আরো বলেন, যদি পুলিশের কোনো সদস্যও এধরনের লেন দেনে জড়িত থাকেন, তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আর কেউ যদি কোন দালালকে ধরিয়ে দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে।
সাংবাদিকদের লেখনির মাধ্যমে সকলকে সচেতন করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সাতক্ষীরা জেলায় মোট ৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে ৬৫ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন।
ব্রিফিং অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃআতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(কালিগঞ্জ সার্কেল), মোঃআমিনুল ইসলাম,সহকারী পুলিশ সুপার(তালা সার্কেল) মোঃসাজ্জাদ হোসেন,সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান,বিশেষ শাখার ডিআই-১ ইয়াছিন আলম চৌধুরী, ট্রাফিকের টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী, ডিবির ওসি বাবলুর রহমান, ডিবির পরিদর্শক মিজানুর রহমান,কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত সহ দায়িত্ব প্রাপ্ত সকল সাব-ইন্সপেক্টর গণ,এএসআই গণ, মহিলা কনস্টেবল গণ সহ…
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-প্রেস বিঞ্জপ্তি।