বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন

দ্বারা zime
০ মন্তব্য 282 দর্শন

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। খবর বাসসের।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মহামান্য রাষ্ট্রপতি।

এরপর তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে একটি হলোগ্রাফিক ভিডিও দেখেন। সেখানে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

পরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন