সাতক্ষীরা থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ আটক-০৭

দ্বারা zime
০ মন্তব্য 161 দর্শন

 

সাতক্ষীরা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ০১ কেজি  গাঁজা ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন কে আটক করেছে।পৃথক অপর অভিযানে  সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ০৭ জন আসামীকে আটক করেছে। থানা পুলিশ জানায়,

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান, পিপিএম এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মীর আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার  অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে থানার এসআই(নিঃ)/লোকমান হোসেন, এএসআই(নিঃ)/গোলাম মোস্তফা, এএসআই(নিঃ)/জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ২৫ এপ্রিল, ২০২৩,১৭.২৫ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন মধুমোল্লারডাঙ্গী সাকিনস্থ সাতক্ষীরা বাস টার্মিনালের দক্ষীন পাশে তাসরীফ স্টোর এর সামনে সাতক্ষীরা যশোর রোডের উপর হইতে আসামী ১. মৃত্যুঞ্জয় দাস(১৯), পিতা-মৃত গোবিন্দ দাস ,স্থায়ী: গ্রাম- জগদানন্দ কাটি, উপজেলা/থানা- পাটকেলঘাটাকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ০১ কেজি গাঁজা, মূল্য অনুমান- ৩০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম জানান,পৃথক অভিযানের ২য় অভিযানে এসআই(নিঃ)/লোকমান হোসেন, এএসআই(নিঃ)/গোলাম মোস্তফা, এএসআই(নিঃ)/জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ২৫ এপ্রিল, ২০২৩,রাত্র ২১.৫০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন সাতক্ষীরা পৌরসভা মধুমোল্লারডাঙ্গী সাকিনস্থ সাতক্ষীরা বাস টার্মিনালের পশ্চিম পাশে জনৈক সজলের গ্যারেজের সামনে হইতে আসামী ১. ইমতিয়াক ওরফে ইন্তা (২৭), পিতা-মোঃ আক্তার হোসেন কারিগর গ্রাম- পলাশপোল (মধুমোল্লারডাঙ্গী) , থানা- সাতক্ষীরা সদর, ২. মোঃ ফয়সাল হোসেন(২৩), পিতা-মোঃ লুৎফর রহমান ,স্থায়ী: গ্রাম- পলাশপোল ( দক্ষিন) , থানা- সাতক্ষীরা সদর, জেলা –সাতক্ষীরাদ্বয় কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশি করিয়া তাহাদের হেফাজত হইতে মোট ৫০ পিচ ইয়াবা, ওজন অনুমান- ৫ গ্রাম, মূল্য ১০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান,গাঁজা ও ইয়াবা আটকের বিষয়ে পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।তিনি জানান, এছাড়াও থানার অফিসার ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে  সাজাপ্রাপ্ত ০২ জন আসামীসহ পরোয়ানাভুক্ত মোট ০৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।ওসি আরো জানান,সকল  আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন