
২০৪১ সনের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ উপলক্ষে আজ ২ মে, ২০২৩ বগুড়া সার্কিট হাউজে অনুষ্ঠিত “স্মার্ট বগুড়া” বিনির্মাণে কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
![]()
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
![]()
জেলা প্রশাসক, বগুড়া সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বগুড়া সুদীপ কুমার চক্রবত্তী ও সিভিল সার্জন , বগুড় সফিউল আলম ট্রমুখ । এ কর্মশালায় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
![]()
