সাতক্ষীরায় বাংলাদেশে ভেনামি চিংড়ী চাষের সম্ভাবনা ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 120 দর্শন

 

সাতক্ষীরায় বাংলাদেশে ভেনামি চিংড়ী চাষের সম্ভাবনা ও করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় শহরের অদূর তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে যমুনা হলে ভারতের চেন্নাইতে অবস্থিত রয়াল হ্যাচারী, রয়াল বেঙ্গল হ্যাচারী ও চেংলং বায়োটেক প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে কর্মশালায় জেলা মৎস্য আনিসুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেংলং বায়োটেক প্রাইভেট লিমিটেডের ওভার সিজ ম্যানেজার জিআই আদা, চেন্নাইয়ের রয়্যাল হ্যাচারী স্বত্বাধিকারী  জি কালরাজ, খুলনা বিভাগীয় হ্যাচারী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আব্দুল কালাম বাবলা,

সেতারা ফিসের স্বত্তাধিকারী আলহাজ্ব খায়রুল মোজাফফার মন্টু। বক্তারা বলেন, সাদা সোনা খ্যাত চিংড়ী রপ্তানীতে বাংলাদেশ বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করে। চিংড়ী সুনাম আমাদেরকে ধরে রাখতে হবে। ভেনামি চিংড়ী চাষ করার আগে চাষীদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। এই চিংড়ী চাষে ভাইরাসের সম্ভাবনা কম। বর্তমান বিশ্ব বাজারে ভেনামি চিংড়ীর যথেষ্ট চাহিদা রয়েছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রয়াল বাংলা হ্যাচারীর পরিচালক এসএম মামুনুর রশীদ, স্বদেশ ফিসের স্বত্বাধিকারী শেখ শাফি আহমেদ, সম্পা ফিসের স্বত্বাধিকারী বিশ্বনাথ ঘোষ, কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা প্রমুখ। এছাড়া বিভিন্ন হ্যাচারীর মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন