জেলা পুলিশ,সাতক্ষীরার বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার সকালে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়ে। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মামলা রুজু ও নিষ্পত্তি,গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল,আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় আলোচনা করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি পুলিশ সুপার গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার মহোদয় বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী সভা করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল),কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান, আশাশুনি থানার ওসি মোমিনুর রহমান, ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত ওসি নজরুল ইসলাম, বিশেষ শাখার ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, ডিবির ওসি বাবলুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার,কালিগজ্ঞ থানার ওসি মামুন রহমান, শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদোল সহ পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও সিভিল স্টার্ফগণ উপস্থিত ছিলেন।