আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার নিমিত্তে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ০৩ জুন ২০২৩ খ্রিঃ, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ বিকাল ১১.১০ ঘটিকায় অফিসার ইনচার্জ সোনাডাঙ্গা মডেল থানার আয়োজনে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার নিমিত্তে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা।
প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ ইমরান এবং সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) আতিক আহমেদ চৌধুরী।
উক্ত মতবিনিময় সভায় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম সভাপতিত্ব করেন।মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ও সংশ্লিষ্ট এলাকার ভোটারগণ উপস্থিত ছিলেন।