দুই দিনের সফরে শুক্রবার সাতক্ষীরা আসছেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান

দ্বারা zime
০ মন্তব্য 281 দর্শন

 

পানি সম্পদ সচিব নাজমুল আহসান দুই দিনের সরকারি সফরে ২১ ও ২২ জুলাই/২৩খ্রী: তারিখ সাতক্ষীরা আসছেন। পানি সম্পদ সচিবের একান্ত সচিব উপসচিব শাহাজান আলি স্বাক্ষরিত সচিবের সফরসূচী অনুযায়ী জানা যায়,শুত্রবার  সকাল ৯ টায় পানি সম্পদ সচিব যশোর বিমান বন্দর থেকে সড়কপথে রওনা দিয়ে সাতক্ষীরা তে আসবেন। পরে সকাল ১০ টায় সচিব শ্যামনগর উপজেলায় চলমান উন্নন প্রকল্পের কাজ পরিদর্শন করবেন।সেখান থেকে ফিরে সচিব সাতক্ষীরা সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন।

২২ জুলাই শনিবার সকাল ৯.৩০ মিনিটে পানি সম্পদ সচিব নাজমুল আহসান সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার বেতনা, মরিচ্চাপ, পাখিমারা বিলের জলাবদ্ধতা নিরসন সহ পোন্ডার ব্যবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও স্থানীয় সুবিধাভোগী দের। সাথে মতবিনিময় করবেন।

পরে বেলা ২.৩০ মিনিটে সচিব বাপাউবো সাতক্ষীরা পওর বিভাগ ১ ও ২ এর অধিনে সাতক্ষীরা জেলার পোন্ডার নং ১,২,৬-৮ এবং ৬-৮ (এক্সটেনশন) এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিদর্শন করবেন।একই দিন বিকাল সাড়ে ৫ টায় পানি সম্পদ সচিব যশোর বিমানবন্দরে রওনা দিয়ে ঢাকার উদ্যেশ্যে জেলা ত্যাগ করবেন বলে জানানো হয়।

প্রাসংঙ্গত : পানি সম্পদ সচিব নাজমুল আহসান ২০১৩-১৪ সালে সাতক্ষীরা জেলা প্রশসক হিসাবে খুব সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।তিনি একজন নিরহংকারী, হাস্যজ্জল ও সাদা মনের মানুষ। সাতক্ষীরা জেলার অসংখ্য উন্নয়ন মুলক কাজ তাঁরই হাত ধরে হয়েছে।দীর্ঘ দিন পরে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসাবে  সাতক্ষীরা জেলা সফরে আসছেন।তাঁর আগমনের খবর পেয়ে সাতক্ষীরার সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ ভিষণ আনন্দিত।জেলাবাসী পানি সম্পদ সচিব নাজমুল আহসান কে স্বাগতম জানিয়েছেন।

-প্রেস বিঞ্জপ্তি।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন