টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন

দ্বারা zime
০ মন্তব্য 250 দর্শন

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ রবিবার সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার । শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, যুগ্ম পুলিশ কমিশনার গণ,গোপালগঞ্জের পুলিশ সুপার সহ ডিএমপির  উপ-পুলিশ কমিশনার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) ডিএমপির ৩৬তম পুলিশ কমিশনার হিসেবে গত শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) যোগদান করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন