সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 437 দর্শন

 

জেলা পুলিশ,সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা সেপ্টেম্বর/২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সেপ্টেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার  পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান পিপিএম। পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার অপরাধ পরিসংখ্যান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মামলা রুজু ও নিষ্পত্তি,গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল,আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্র‍য়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়।

সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি পুলিশ সুপার মহোদয় গুরুত্বারোপ করেন।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার  বিট পুলিশিং কার্যক্রম এবং নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী মিটিং করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান পিপিএম একটানা চতুর্থবার খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড করায় তাকে জেলা পুলিশ, সাতক্ষীরার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর সভাপতিত্বে কল্যাণ সভায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমেন্ড অপারেশন)   মোঃ আমনুল ইসলাম ,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম, অতিরিক্ত  পুলিশ সুপার কালিগজ সার্কেল আমিনুর রহমান, সদর সার্কেল , মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,সহকারী পুলিশ সুপার দেবহাটা ও আশাশুনি সার্কেল এসএম জামিল আহমেদ, তালা সার্কেল এএসপি সাজ্জাদ হোসেন,তালা থানার ওসি মোমিনুল ইসলাম, ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান,সদর থানার ওসি মহিদুল ইসলাম, ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান,শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন