উপকূলীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দ্বারা zime
০ মন্তব্য 209 দর্শন

 

শ্যামনগর উপজেলায় বুধবার (১১ অক্টোবর) খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের, খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেশন সেন্টার নির্মাণ প্রকল্পের আয়োজনে মুন্সিগঞ্জ মথুরাপুর সাইক্লোন শেল্টার এন্ড ট্রেনিং সেন্টারে ছয় দিনব্যাপী উপক‚লীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি বক্তব্যে উপক‚লীয় লবনাক্ত এলাকায় উদ্ভিদ সংরক্ষণ, বীজ সংরক্ষণ, উন্নয়ন সহ অন্যান্য বিষয়ে গুরুত্বারোপ করেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব,খুলনা আবু সায়েদ মো. মুনজুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, খুলনা বেডসের প্রধান নির্বাহী মাকসুদুর রহমান।

বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটি এর সহযোগিতায় ১১অক্টোবর থেকে ১৬অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে উপক‚লের বিভিন্ন পেশাজীবি ৩০জন অংশগ্রহণ করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন