পুলিশের তৎপরতায় শ্যামনগরে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো প্রতিমা বিসর্জন

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 272 দর্শন

 

সাতক্ষীরা জেলা পুলিশের ব্যাপক তৎপরতায় জেলার ৮ টি থানা এলাকায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়েছে।আর এটি সম্ভব হয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর বলিষ্ঠ নেতৃত্বের কারনে। খোজ নিয়ে জানায় যায়,ষষ্ঠি পূজা থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খানের তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপরােশন) আতিকুল ইসলাম, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম, দেবহাটা ও আশাশুনি সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ, তালা সার্কেলের এএসপি সাজ্জাদ হোসেন ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ গণ দিন-রাত ২৪ ঘন্টা পালাক্রমে পেট্রোল ডিউটি করে প্রত্যেকটি পূজামণ্ডপের নিরাপর্ত্তা নিশ্চিত করেছে।যার ফলে কোন কোন উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খোজ নিয়ে আরো জানা যায়,প্রতিমা বিসর্জনের আগ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল।যার করনে শান্তিপূর্ণ ভাবে সনাতনধর্মীদের বিজয়ী দশমী তে প্রতিমা বিসর্জন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বিজয়া দশমীর দিন বিকালে  শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী ইউনিয়নের অন্তর্গত খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জন অবলোকন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃসজীব খান।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ আতিকুল ইসলাম,শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ ও স্থানীয় জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।এসময় শান্তিপূর্ণ ভাবে  প্রতিমা বিসর্জন করতে পারায় পূজামণ্ডপের পুরোহিত সহ পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন