কলারোয়া থানা ও সরশকাটি পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করলেন সাতক্ষীরার এসপি মো: আরেফিন জুয়েল

দ্বারা zime
০ মন্তব্য 186 দর্শন

কলারোয়া থানা ও সরশকাটি পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল বিপিএম।মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা ও সরশকাটি পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

পরিদর্শনকালে সর্বপ্রথম কলারোয়া থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার  অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।

এসময় পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে অবাদ, সুষ্ঠ ও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহনযোগ্য নির্বাচন। এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ পুলিশের সকল অফিসার ও ফোর্স। এছাড়াও জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ নির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।পরে পুলিশ সুপার থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা,এইচ এম শাহীন সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন