বাংলাদেশ পুলিশে কর্মকাণ্ড সকল ধরনের গণমাধ্যমে কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সচেতন করতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস,বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে “Understanding Media Approaches” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
০৪ মার্চ ২০২০ খ্রিঃ বুধবার রেঞ্জ ডিআইজি,ঢাকা এর কার্যালয়ের কনফারেন্স রুমে দিনব্যাপী ওই কর্মশালায় ঢাকা রেঞ্জের জেলা পর্যায়ের ইউনিটগুলোর মিডিয়া সেলের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় মিডিয়া সংক্রান্ত ১০ টি মডিউলের ওপর আলোকপাত করা হয়। অংশগ্রহণমূলক পদ্ধতি ব্যবহার করে কর্মশালায় অংশগ্রহণকারীদের মিডিয়া সাথে কাজ করা কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন হয়-এমন বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।
রেঞ্জ ডিআইজি ঢাকা জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে কর্মশালায় ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা রেঞ্জ থেকে শুরু হওয়া এ কর্মশালা পর্যায়ক্রমিকভাবে দেশের সকল পুলিশ ইউনিটে অনুষ্ঠিত হবে।