চিলমারী বন্দরকে ‘পোর্ট অব কল’ এর আওতায় নিতে ভূটানের আগ্রহ প্রকাশ।।

দ্বারা zime
০ মন্তব্য 1014 দর্শন

 

 

ভূটান বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ বন্দরকে ‘পোর্ট অব কল’ এর আওতায় আনার আগ্রহ প্রকাশ করেছে।
সফররত ভূটানের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মা (খঙকঘঅঞঐ ঝঐঅজগঅ) আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সাথে সচিবালয়স্থ অফিস কক্ষে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ ভূটানের এ আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে। এক্ষেত্রে ভূটানকে একটি প্রস্তাব দেয়ার আহবাণ জানানো হয়েছে।
চিলমারীকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হলে নৌপথে ভূটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আরো প্রসারিত হবে। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে ভূটান থেকে আমদানি করা পাথরসহ অন্যান্য পণ্য স্বল্পখরচ ও সময়ে দেশে এসে পৌঁছবে।

ভূটান বর্তমানে নারায়ণগঞ্জ নদী বন্দরকে ‘পোর্ট অব কল’ হিসেবে ব্যবহার করছে। তারা চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার সড়কপথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। চিলমারী নৌ বন্দরটি ‘পোর্ট অব কলের’ আওতায় আসলে পণ্য পরিবহনে সময় ও খরচ অনেকাংশে কমে আসবে।

এসময় অন্যন্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন