পুলিশের নামে নকল ফেইসবুক পেইজ নিয়ে সতর্কতা হেড কোয়াটার্সের

দ্বারা zime
০ মন্তব্য 891 দর্শন

 

পুলিশের নামে ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ এবং ভুয়া সাইট পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেইক ও অননু‌মো‌দিত পেইজ, গ্রুপ ও সাইট অন‌তি‌বিল‌ম্বে বন্ধ করার জন্য আহ্বান জানা‌নো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেইজ (https://www.facebook.com/BangladeshPoliceOfficialPage/) ছাড়া পুলিশের অন্য কোনো ফেইসবুক পেইজ নেই।

“কিন্তু ইদানিং কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশের নাম কিংবা লোগো ব্যবহার করে ‘বাংলাদেশ পুলিশ’ নামে কিংবা বাংলাদেশ পুলিশ নামের কিছু অংশ ব্যবহার করে ফেইক পেইজ বা গ্রুপ খুলেছেন।

“অনেকেই ওইসব ফেইক পেইজকে বাংলাদেশ পুলিশের আসল পেইজ মনে করে যেমন লাইক-শেয়ার দিচ্ছেন, তেমনি ওইসব পেইজে দেওয়া নানা প্রলোভনে পড়ে বিভ্রান্ত ও প্রতা‌রিত হ‌চ্ছেন।”

এ ধর‌নের কো‌নো ফেইক পেইজ কারও চোখে পড়লে সেই পেইজের লিংক বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজের মেসেঞ্জারে পাঠানোর অনুরোধ জানানো হয়।

এর ম‌ধ্যেই এ সব ফেইক পেইজ, গ্রুপ ও সাইট খুঁজে বের করে সেগুলোর অ্যাডমিনসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার উ‌দ্যোগ নেওয়া হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন