যশোর ডিবি’র জালে আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার, ৯টি চোরাই মটরসাইকেলসহ, চুরি কাজে ব্যবহৃত মাষ্টার চাবি জব্দ।

যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম যশোর জেলাকে অবৈধ মাদকমুক্ত, জঙ্গিবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চোর/ডাকাতমুক্ত করতে তাঁর কঠোর দিক-নির্দেশনায় ধারাবাহিক মটরসাইকেল চোর চক্র গ্রেফতার পরিচালনায় ভয়ংকর মটরসাইকেল চোর চক্র গ্রেফতার, চোরাই মটরসাইকেল উদ্ধার ও চুরি কাজে ব্যবহৃত মাষ্টার চাবী জব্দ।

ঘটনা ও গ্রেফতার অভিযানঃ
অত্র জেলার বিভিন্ন স্থান থেকে নামাজরত মুছুল্লীর, বিভিন্ন অনুষ্ঠান, মিছিল মিটিং এ যোগদানকৃত ব্যক্তির, বাড়ীর সামনে রেখে ঘরে অবস্থানরত ব্যক্তির মটরসাইকেল চুরির অভিযোগসহ গত ইং ১৪ জুন ২০২২ তারিখ কেশবপুর ত্রিমোহীনি এলাকায় ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠান থেকে একই দিন ০৪ টি মটরসাইকেল চুরির বিষয়টি জেলা পুলিশকে বিব্রত করে।

এ সকল ঘটনার প্রেক্ষিতে পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় ডিবি’র ওসি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি শাখার কনষ্টেবল আব্দুল বাতেন এর দুরদর্শীতা ও গোপন তথ্যের ভিত্তিতে ডিবি’র ২টি টিম যৌথভাবে ইং ৩০/০৭/২০২২ তারিখ সন্ধ্যা ১৮:৩০ ঘটিকার সময় যশোর শহরের উপশহরে সরকারী ডিগ্রী কলেজ মাঠে অভিযান পরিচালনা করে ০৭ জন আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের সদস্যকে ০৬টি মটরসাইকেল, চুরি কাজে ব্যবহৃত মাষ্টার চাবিসহ হাতে নাতে ধৃত করেন।

পরে তাদের স্বীকারোক্তি মতে মাগুরা ও ফরিদপুর জেলায় অভিযান পরিচালনা করে কেশবপুর ত্রিমোহনী ঘোড় দৌঁড় এর ঘটনায় চুরি যাওয়া ১টি পালসার মটরসাইকেলসহ মোট ০৯টি চোরাই মটরসাইকেলসহ ১০ জন মটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক করেন।

চোরাই উদ্ধার মটরসাইকেল সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় পৃথক এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৩, তাং-৩১/০৭/২০২২ ইং, ধারা- ৩৭৯/৪১১/৪১৩/৪৬৮/৪৭১/৩৪ পেনাল কোড রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা:
১। মোঃ আক্তার হোসেন (৪১), পিতা- মৃত জাকির হোসেন, মাতা- মৃত হালিমা বেগম, স্থায়ী ঠিকানা-গাড়াখোলা, থানা-ফুলতলা, জেলা-খুলনা, বর্তমান ঠিকানা- উপশহর এ বøক মসজিদগলি, থানা-কোতয়ালী, জেলা-যশোর ২। মোঃ শহিদুল ইসলাম শেখ @ খোড়া শহিদ(৪০), পিতা- মৃত আঃ খালেক শেখ, মাতা- নুরজাহান @ ইয়াতি, সাং- নরেন্দ্রপুর শেখপাড়া, বর্তমান ঠিকানা- রাজারহাট জেসমিনের বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৩। শুকুর আলী রানা (২৮), পিতা- মৃত আবু সাঈদ (২৮), পিতা- মৃত আবু সাঈদ, মাতা-ঝর্ণা বেগম, সাং-বাহাদুরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৪। মোঃ মোয়াজ্জেম হোসেন (২৬), পিতা- তৈয়ব আলী সরদার, মাতা- সুফিয়া খাতুন, সাং- খোলাডাঙ্গা তেলেপুকুর, থানা- কোতয়ালী, জেলা-যশোর ৫। আল-আমিন (৩০), পিতা- গোলাম মোস্তফা শেখ, মাতা- শরিফা খাতুন সাং- ব্রহ্মানীনগর, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, বর্তমান ঠিকানা- চাঁদপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৬। ইব্রাহীম শিকদার @ খোড়া ইব্রাহিম (৩৮), পিতা- মৃত মাহাতাব শিকদার, মাতা-ফাতেমা বেগম, সাং- নওয়াপাড়া, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর ৭। মোঃ সজীব শেখ (২২), পিতা- মোঃ আরব আলী শেখ, মাতা- তাহমিনা খাতুন, সাং-বজরুক শ্রীকুন্ডি, বর্তমানে-জগদল কলেজপাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা ৮। মোঃ সুজন (২), পিতা- মৃত গোলাম মোস্তফা, মাতা-আলেয়া বেগম, সাং-জামা দেওলী, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা ৯। মুন্না কাজী (২০), পিতা- সৈয়দ কাজী, মাতা-রেকসোনা বেগম, সাং- জোনাসোর, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ ১০। নয়ন মোল্লা (২৮), পিতা- সাখাওয়াত হোসেন @ সাকু মোল্লা, সাং- বজরুক শ্রীকুন্ডি ঘোপডাঙ্গা, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা

উদ্ধারকৃত আলামতঃ
১। ০৯ টি চোরাই সন্ধিগ্ধ মটরসাইকেল
২। ১২টি অভিনব কায়দায় তৈরী মাষ্টার চাবি।
৩। ডিজিটাল নাম্বার প্লেট, খোলাজোড়া করার যন্ত্রপাতি।

 







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন