আইজিপির দায়িত্বভার গ্রহণ করলেন ড.বেনজীর আহমেদ বিপিএম (বার)

দ্বারা zime
০ মন্তব্য 210 দর্শন

 

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ৩০তম আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণের মাধ্যমে তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন।

এর আগে ড. বেনজীর আহমেদ পুলিশ সদর দপ্তরে এসে পৌঁছালে তাকে গার্ড অফ অনার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার (১৫ এপ্রিল) সকালে পুলিশের নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাংক ব্যাজ পরানো হয়। এর পর বেনজীর আহমেদ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আইজিপি হিসেবে যোগ দেওয়ার আগে ড. বেনজীর আহমেদ পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে কর্মরত ছিলেন।

গত ৮ এপ্রিল এক প্রজ্ঞাপনে র‌্যাব ডিজি বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে র‌্যাব ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন