দীর্ঘদিন ধরেই সেন্সর বোর্ডে আটকে আছে চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’। গত জুলাই মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। এরপর কিছু সংশোধন দেওয়া হয় পরিচালক উত্তম আকাশকে। সংশোধন নিয়ে পরিচালকের সঙ্গে আলাপ-আলোচনার পর ছবিটি ছেড়ে দেওয়ার কথা বলা হয়। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও ছাড়পত্র পায়নি ছবিটি।
‘ধূসর কুয়াশা’ ছবির পরিচালক উত্তম আকাশ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার এই ছবিটি গত জুলাই মাসে সেন্সর বোর্ডে জমা দিই। তারপর বোর্ড থেকে লিখিতভাবে ছবির কিছু অংশ কেটে ফেলতে বলে। আমি সেন্সর বোর্ডের সঙ্গে এ বিষয়ে কথা বলি। কেন দৃশ্য কাটা যাবে না, তা লিখিত ও মৌখিকভাবে তাঁদের বোঝাতে সক্ষম হই। তাঁরাও বিষয়টি মেনে নেন। তখন তাঁরা বলেছিলেন, ছবিটি ছেড়ে দেবেন। কিন্তু এখনো ছবিটি সেন্সরে আটকে আছে। মাঝে তিন মাস কেটে গেল, বিষয়টি হতাশাজনক।’
উত্তম আকাশ ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি ছবি নির্মাণ করার জন্য অনেক কষ্ট করতে হয়। এখন চলচ্চিত্রে প্রযোজকের সংখ্যাও কমে গেছে। তারপরও আমাদের ভালোবেসে কিছু প্রযোজক এসে আমাদের নিয়ে ছবি বানান। এই ছবি মুক্তি দেওয়ার পর নতুন ছবির ঘোষণা দেওয়ার কথা। কিন্তু এখনো এই ছবিটি সেন্সর ছাড়পত্র না হওয়ায় ‘ধূসর কুয়াশা’ ছবির প্রযোজক আর ছবি নির্মাণ করবেন না বলে আমাকে জানিয়েছেন। বিষয়টি দুঃখজনক।”
সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এ বিষয়ে বলেন, “আমি সেন্সর বোর্ডের সদস্য, আবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতিও। তাই আমি পরিচালকদেরও প্রতিনিধিত্ব করি। ‘ধূসর কুয়াশা’ ছবিটি নিয়ে আমি বোর্ডে কথা বলেছি। এই নিয়ে আগামী বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। আর আমাদের মিটিংয়ে যে কথা হয়, তা আমরা বাইরে বলতে পারি না। এটা বোর্ডের নিয়ম। তবে একজন পরিচালক হিসেবে, পরিচালকদের প্রতিনিধি হিসেবে আমি চেষ্টা করি যেন কোনো ছবি বিনা কারণে আটকে না থাকে।”
‘ধূসর কুয়াশা’ ছবিতে অভিনয় করেছেন নায়িকা পুষ্পিতা পপি, নিপুণ। তাঁদের বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক মুন্না।