একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা পুলিশের শ্রদ্ধা

দ্বারা zime
০ মন্তব্য 215 দর্শন

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সাতক্ষীরা  পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধা জনিয়ে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করেন পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।

শ্রদ্ধা জ্ঞাপন কালে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃআমিনুর রহমান, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ডিএস‌বি) মো: আতিকুল ইসলাম,,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা থানার ওসি মো: মহিদুল ইসলাম,ট্রাফিকের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, বিশেষ শাখার ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ,সাতক্ষীরা থানার ইন্সপেক্টর তদন্ত নজরুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক হেলাল উদ্দিন, ট্রাফিক পরিদর্শক আল ফারুক, ইন্সপেক্টর (অপারেশন) মো: জাহাঙ্গীর হোসেন,সেকেন্ড অফিসার নাহিয়ান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

এদিকে সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে  সে লক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে সন্থার পর থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন