সাতক্ষীরায় করোনা ভাইরাস ও ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে প্রচার প্রচারনা ও মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে। তাহার ধারাবাহিকতায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সার্বিক নির্দেশনায় গতকাল মাস্ক বিতরন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। তিনি গতকাল শহরের পুরাতন সাতক্ষীরা হাটের মোড়, বড় বাজার সড়ক, সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে করোনা প্রতিরোধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরন ও প্রচারনা চালান।

শুধু তাই নয় সদরের বল্লী,  লাবসা, বাঁকাল বিভিন্ন স্থানে জন সচেতনতামুলক প্রচার প্রচারনা চালান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, মহামারী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। এটি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। মনে রাখবেন আপনি আক্রান্ত হলে আপনার নিকটবর্তী অন্যদের হতে পারে। এলক্ষ্যে আপনি সচেতন থাকলে বাঁচবে আপনার পরিবার এলাকা ও দেশ। সকলকে মাস্ক পরিধান সহ সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। এর পূর্বে তিনি শহরের কাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পদির্শন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন