মানবতার ফেরিওয়ালা ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)  গতকাল ১৩ সেপ্টম্বর  দুপুর ২টার সময় পুলিশ কনষ্টবল রাজু আহম্মদকে পঙ্গু হাসপাতাল ঢাকা দেখতে যান এবং তার পরিবারের সকল সদস্যদের সঙ্গে ও চিকিৎসকদের সাথে কথা বলেন। রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান এসময়  রাজুর বাবা মাকে সান্তনা দেন, এবং রাজুর সকল চিকিৎসার দায়দায়িত্ব নেন। 

প্রাসংঙ্গত : গত ৯ সেপ্টম্বর ২০২০ তারিখে রাজু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তার একটি পা কেটে ফেলা হয়, রাজু মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানায়, কর্মরত আছেন।

এদিকে মুন্সিগঞ্জের পুলিশ সুপার এবং টঙ্গীবাড়ি থানা  ওসি  সার্বক্ষণিক খোজ খবর নিছেন এবং আর্থিক সহায়তা করেছেন। 

এদিকে কনস্টেবল  রাজুর পরিবার ঢাকা রেঞ্জ ডিআইজি, মুন্সিগঞ্জের পুলিশ সুপার ও টঙ্গীবাড়ি থানা  ওসি প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে সকলের নিকট দোয়া চেয়েছেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন