কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক নিহত।।

দ্বারা zime
০ মন্তব্য 168 দর্শন

 

 

জুলফিকার আলী,কলারোয়া থেকে: সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কেসমত-ইলিশপুরের মিস্ত্রী মোড়ে এ দূঘটনাটি ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাহদহ মাঠপাড়া এলাকার আছির উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান-বেলা ৪টার দিকে মোটর সাইকেল যোগে নিহত আলমগীর হোসেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের কেসমত ইলিশপুরের মিস্ত্রী মোড় পার হয়ে বাগআঁচড়ায় যাওয়ার মুখে যশোর- সাতক্ষীরা মহাসড়কের উপর উঠলে দ্রতগামী ঈগল পরিবহন(ঢাকা মেট্রো-ব-১২-০১৫১ তাকে সামনে থেকে চাপা দিলে ঘটনায় স্থানে সে মারা যায়। পরে ঘাতক পরিবহনটি পালিয়ে যাওয়ার চেষ্টা কালে এলাকাবাসী ধাওয়া করলে সে পরিবহনটি কাজিরহাট তেল পাম্পে ফেলে পালিয়ে যায়। কেরালকাতা ইউনিয়নের কেসমত ইলিশপুরের ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান-যশোরের দিক থেকে সাতক্ষীরাগামী পরিবহনটি নিহত আলমগীর হোসেনকে সামনে থেকে চাপা দেয়। কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম জানান- নিহত আলমগীর হোসেন দুপুরে বাড়ীতে ভাত খেয়ে বাগআঁচড়ায় একটি কাজের যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে সে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান জানান- নিহত আলমগীর হোসেন ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। পরে এলাকাবাসী এক জোট হয়ে পারিবহনটি ধরার জন্য ধাওয়া দিয়ে সে কাজিরহাট তেল পাম্পে ফেলে পালিয়ে যায়। এদিকে আলমগীর হোসেন নিহতের ঘটনায় প্রায় ঘন্টাব্যাপী যশোর-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করে ঘাতক পরিবহনটি আটক করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন