পরিবহনের আড়ালে মাদক ব্যবসা : ৮০ বোতল ফেন্সিডিল সহ ঈগল পরিবহনের ড্রাইভার-সুপারভাইজার-হেলপার সহ আটক -৪

দ্বারা zime
০ মন্তব্য 333 দর্শন

 

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮০ বোতল  ফেন্সিডিল সহ ঈগল পরিবহনের ড্রাইভার, সুপার ভাইজার হেলপার সহ মোট ০৪জন আসামী গ্রেফতার করেছে। 

পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁঁর নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে  কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের নেতৃত্বে এসআই(নিঃ) শাহজাহান কবীর, এসআই(নিঃ) রুবেল হোসেন, এসআই(নিঃ) আবু সাঈদ, এএসআই(নিঃ) মোঃ জসিম উদ্দিন, এএসআই(নিঃ) মোঃ নাসির উদ্দিন, সংগীয় ফোর্সের সহায়তায় আজ ২৭ ডিসেম্বর ২০২০ তারিখ সকাল অনুমান ০৯.১০ ঘটিকার সময় কলারোয়া উপজেলা পরিষদের দক্ষিন পার্শ্বে ঈগল পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর ঈগল পরিবহনের বাসের ব্যাটারী বাক্সের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৮০ বোতল ফেনসিডিল সহ আসামী ১. মোঃ আমির আলী @ গেদা ড্রাইভার (৫৫), পিতা- মৃত পুনা গাজী ভুঁইয়া স্থায়ী : গ্রাম- হারিয়া (হাড়িয়া বেলে মাঠ) , উপজেলা/থানা- ঝিকরগাছা, যশোর, বাংলাদেশ ২. মোঃ আক্তারুজ্জামান @ আক্তার (৪৮), পিতা- মোঃ আরাফাত আলী মোড়ল স্থায়ী : গ্রাম- রাজাপুর, উপজেলা/থানা- বেনাপোল পোর্ট থানা, যশোর, বাংলাদেশ বর্তমান : গ্রাম- সামটা (জামতলা বাসস্ট্যান্ডের পার্শ্বে) , উপজেলা/থানা- শার্শা, যশোর, বাংলাদেশ ৩. মোঃ আব্দুল মাজেদ (৫২), পিতা- মৃত নেছার আলী সরদার স্থায়ী : গ্রাম- পলাশপোল (মধুমোল্লারডাঙ্গী) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ ৪. মোঃ শাহিনুর রহমান (২৮), পিতা- আব্দুল মাজেদ সরদার স্থায়ী : গ্রাম- পলাশপোল ( (মধুমোল্লারডাঙ্গী)) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরাদেরকে গ্রেফতার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান ৮০ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় ঈগল পরিবহন টি জব্দ করা হয়েছে। তিনি আরো জানান,আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।  কলারোয়া থানার মামলার নং-১৬(১২)২০২০।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন