কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

দ্বারা zime
০ মন্তব্য 390 দর্শন

 

কালিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তবে পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারীরা।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম সাংবাদিকদের কে জানান,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার(পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর দিক নির্দেশনা মোতাবেক কালিগজ্ঞ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ও সহকারী উপ-পরিদর্শক রূপক সাহা পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ নভেম্বর) রাত সোয়া ৭ টার দিকে ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর এলাকায় একটি মাছের ঘেরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৩ মাদক কারবারী পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তার ভিতর থেকে ১৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। রাত ৯ টায় এরিপোর্ট লেখা পর্যন্ত ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন