কালিগঞ্জ সার্কেল এএসপি ইয়াছিন আলীর মহত্বতায় মুগ্ধ হলেন পথচারীরা।।

দ্বারা zime
০ মন্তব্য 324 দর্শন

♣♣♣♣
ঘটনাস্থল সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের দেবহাটার খান বাহাদুর আহছানউল­্যা কলেজ সংলগ্ন সড়ক ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশের নিরাপদ সড়ক বিষয়ক জনসচেতনামূলক এবং গাড়ীর কাগজপত্র যাচাই অভিযান সকাল এগারটার দিকে এক পিতা শিশু পুত্রকে নিয়ে সড়ক অতিক্রম করাকালিন সময়ে কাগজপত্র পরীক্ষার পালা, তিনি জানালেন মটরসাইকেলের কাগজ, ড্রাইভিং লাইসেন্স বাড়ীতে, বলেই তিনি শিশু পুত্র সাদিকুলকে রেখে বাড়ী গেলেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সাদিকুলের পিতা আসছেনা। এক শিশু পুত্রকে রেখে পিতার বাড়ী যাওয়া এবং শিশু পুত্র সাদিকুলের সড়কে দাঁড়িয়ে থাকার বিষয়ে অবগত হলে সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল ইয়াছিন আলী সাথে সাথে তিনি শিশু সাদিকুলকে নিজের হেফাজতে নিলেন। দীর্ঘ সময় শিশু সাদিকুলকে আগলে রাখলেন, এ যেন পিতৃ স্নেহের এক অনন্য অসাধারন অবয়ব। দৃশ্যতঃ কালিগঞ্জ সার্কেল এর পাশাপাশি সড়কে দায়িত্ত¡রত অপরাপর পুলিশ সদস্যরাও শিশু সাদিকুলকে বিশেষ যতেœ, স্নেহে এবং মমতায় আগলে রাখেন। শিশু সাদিকুলের প্রতি যতœশীল আচরন মহানুভবতা, আদর, স্নেহ, সার্বক্ষনিক আগলে রাখা উপস্থিত জন সাধারন এবং পথ চারিদের দৃষ্টি আকর্ষন করে এবং পুলিশের মহানুভবতা আর আদর মাখা আচরন প্রশংসিত হয়েছে পুলিশ বাহিনী।
তথ্যঃদৃষ্টিপাত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন