কেএমপি’র দুই পুলিশ কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।।

দ্বারা zime
০ মন্তব্য 191 দর্শন

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের দুই পুলিশ কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।সূত্র জানায়,অদ্য ০৭/০৪/২০১৯ তারিখ ১১.৩০ ঘটিকায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব সরদার রকিবুল ইসলাম বিপিএম এঁর সভাপতিত্বে কেএমপি’র খুলনা জোনে কর্মরত এসি জনাব এস এম আল-বেরুনী ও দৌলতপুর জোনে কর্মরত এসি জনাব শেখ ইমরান এর পদোন্নতিসূত্রে বদলীজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জনাব এস এম ফজলুর রহমান, উপ পুলিশ কমিশনার (সদর), জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন, উপ পুলিশ কমিশনার (উত্তর) জনাব রাশিদা বেগম, এসএস, (সিএসবি), জনাব মোঃ সাইফুল হক, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক), বি.এম নুরুজ্জামান, বিপিএম, উপ পুলিশ কমিশনার, (ডিবি), জনাব মোঃ জাফর হোসেন, উপ পুলিশ কমিশনার, (প্রসিকিউশন),
জনাব মোহাম্মদ এহসান শাহ, উপ পুলিশ কমিশনার,(দক্ষিণ), জনাব এমএম, শাকিলুজ্জামান, এডিসি (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), (দক্ষিণ),
জনাব শেখ মনিরুজ্জামান মিঠু, এডিসি (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), (আরসিডি),
জনাব মোঃ কামরুল ইসলাম, এডিসি (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ট্রাফিক),
জনাব মনিরা সুলতানা, এডিসি (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), (সিএসবি), জনাব মোঃ মারুফাত হুসাইন, এডিসি, (ফোর্স),
জনাব মোঃ নাসির উদ্দিন, পিপিএম, এডিসি, (সদর), ,
জনাব মোঃ তারিক রহমান, এসি টু পিসি, জনাব এস এম কামরুজ্জামান পিপিএম, এসি, (খুলনা জোন), জনাব মোঃ জনাব মোঃ হুমায়ুন কবির, এসি, (আরও), জনাব মোঃ হুমায়ুন কবির, এসি প্রসিকিউশন,
জনাব মোঃ সিদ্দিকুর রহমান, এসি, (ট্রাফিক-দক্ষিণ), জনাব মোঃ হুমায়ুন কবির, ওসি, খুলনা থানা, জনাব মোঃ মমতাজুল হক, ওসি, সোনাডাঙ্গা মডেল থানা, জনাব সরদার মোশাররফ হোসেন, ওসি, খালিশপুর থানা, জনাব কাজী মোস্তাক আহম্মদ,পিপিএম, ওসি, দৌলতপুর থানাসহ অন্যান্য অফিসারবৃন্দ।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কেএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম বিপিএম এসময় দুই পুলিশ কর্মকর্তার বিভিন্ন সময়ের সফলতা তুলে ধরে স্মৃতিচারণ করেন।সাথে সাথে তাদের উত্তোরাত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য বিদায়ী এসিদ্বয় অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি সুত্রে কেএমপি থেকে এপিবিএন, খুলনায় যোগদান করেছেন। কেএমপি পরিবারের পক্ষ থেকে তাদের জন্য নিরন্তর শুভ কামনা রইল।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন