খুলনায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত ।।

দ্বারা zime
০ মন্তব্য 203 দর্শন

 

নানা আয়োজনে আজ খুলনায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হচ্ছে দিবসটি পালনের মূল লক্ষ্য। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

বিভাগীয় কমিশনার বলেন, এক সময় সরকারি সেবা গহণের জন্য জনগণকে সরকারি অফিসে আসতে হতো। বর্তমানে তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। এটা সম্ভব হচ্ছে উদ্ভাবনী কার্যক্রমের দ্বারা সরকারি সেবাকে সহজীকরণের মাধ্যমে। সরকারি সেবা প্রদানের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, সেবা গ্রহীতাদের সন্তুষ্টি অর্জনই হোক আন্তর্জাতিক পাবালিক সার্ভিস দিবসের মূল প্রত্যয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকার এবং পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম প্রমূখ। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় খুলনার সকল সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি পালন উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন