খুলনায় কনস্টেবল নিয়োগে ৩য় দিনের ইভেন্টে দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 235 দর্শন

 

আজ ১১ মার্চ/২০২২ খ্রিঃ খুলনা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশে “ট্রেইনি রিক্রট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারী-২০২২” এর ৩য় দিনের ইভেন্টে “দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সকাল খুলনা পুলিশ লাইন্স মাঠে ৩য় দিনের ইভেন্টে “দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং” পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত নিয়োগ পরীক্ষা বোর্ডে সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান। পরীক্ষা বোর্ডে পুলিশ হেডকোয়াটার্স থেকে আগত অফিসার ও সাাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো: সজীব খান উপস্থিত থেকে স্বচ্ছতার সহিত দক্ষ-মেধাবী ও যোগ্য প্রার্থীদের পরীক্ষা সম্পন্ন করেন।

 ৩য় দিনের ইভেন্টে “দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং” পরীক্ষা নেওয়া হয়।৩য় দিনের নিয়োগ পরীক্ষা বোর্ডে সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান।

পরীক্ষা বোর্ডে পুলিশ হেডকোয়াটার্স থেকে আগত অফিসার ও সাাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো: সজীব খান উপস্থিত থেকে স্বচ্ছতার সহিত দক্ষ-মেধাবী ও যোগ্য প্রার্থীদের পরীক্ষা সম্পন্ন করেন।

কৃতকার্য প্রার্থীদের অভিনন্দন জানান খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন