খুলনায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান!!

দ্বারা zime
০ মন্তব্য 173 দর্শন

♣♣♣♣
নিজস্ব প্রতিনিধিঃ
দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ রাত নয়টায় খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। খুলনা জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায়, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এবং খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সমাপনীতে প্রধান অতিথি বলেন, দেশীয় সংস্কৃতিকে তৃর্ণমূলে পৌঁছে দিতে এই উদ্যোগ। দেশীয় সাংস্কৃতিকে লালন করতে হবে এবং এর চর্চা বাড়াতে হবে। ছেলে-মেয়েদের মাদক থেকে দূরে রাখতে সুস্থ সংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। খেলাধুলা, লোক গান, নৃত্য ও সাংস্কৃতিকসহ কর্মকান্ড সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখবে। নতুন প্রজন্মকে বিভিন্ন বিনোদনে বেশি সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান, ঢাকা ইডেন কলেজের সহযোগী অধ্যাপক ড. জোহয়া খাতুন রুমী এবং জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা।
পরে জেলা প্রশাসক দুই দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের হাতে সনদপত্র তুলে দেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন