খুলনায় শিশু সপ্তাহের শুভ উদ্বোধন!!

দ্বারা zime
০ মন্তব্য 612 দর্শন

 

‘গড়তে হবে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’। এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন, শিশু সমাবেশ, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ (রবিবার) সকালে খুলনা শিশু একাডেমী চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, এই শিশুরা আগামীতে জাতিকে নেতৃত্ব দিবে। ভালকরে লেখাপড়া করে মানুষ হতে হবে। সরকার শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিশুর অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সকলকে। শিশুর অধিকার রক্ষায় পিতা-মাতাসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শিশুদের অবহেলা করার কোন সুযোগ নেই। বর্তমান সরকার জাতীয় শিশুনীতি ২০১১ প্রণয়ন করেছে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু সৌরভ কর, লায়লা আক্তার, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক। খুলনা জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমী খুলনা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সুত্রঃPID fb id.





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন