খুলনা জেলা ডিবির অভিযানে ৫ পেশাদার চোর আটক

দ্বারা zime
০ মন্তব্য 153 দর্শন

 

গতকাল ২৩ মে ২০২১ খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে রূপসা থানা এলাকা হতে দুইটি মাদী ছাগলসহ ০৫ (পাঁচ) জন পেশাদার চোরকে গ্রেফতার করেছে।

ডিবি পুলিশ জানায়,খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এঁর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ)/ইন্দ্রজিৎ মল্লিক ও এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম রূপসা থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ২৩/০৫/২০২১ খ্রিঃ তারিখ ১৬.০০ ঘটিকার সময় রূপসা থানাধীন রূপসা বাসস্ট্যান্ড হইতে তীলক (কুদিরবটতলা) যাওয়ার সময় রূপসা থানাধীন ইলাইপুর সাকিনস্থ দলিলউদ্দীন সড়কে জনৈক মুজিবর শেখ এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অনেক লোকজন দেখতে পান। বিষয়টি সন্দেহ হওয়ায় সেখানে দাঁড়ান এবং ০২ টি মাদী ছাগল ও ০৫ জন পেয়ে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম ১। মোঃ শহিদুল মীর্জা (২৮), পিতা-মৃত সুলতান মীর্জা, সাং- বাদুরগাছা (কৈয়া বাজার), থানা-ডুমুরিয়া, ২। মোঃ সাজু ব্যাপারী (২৫), পিতা-মোঃ আলহাজ¦ ব্যাপারী, সাং- বাগমারা (মিঠু মোল্যার বাড়ীর ভাড়াটিয়া) শ^শুর সলেমান শেখ (রূপসা বাসষ্ট্যান্ড ফাড়ীর পিছনে বাড়ী), থানা-রূপসা, ৩। মোঃ বাবুল শেখ (৩৫), পিতা- মোঃ আবুল শেখ, সাং- বাদুরগাছা (মুসলমানপাড়া), থানা-ডুমুরিয়া, সর্ব জেলা-খুলনা, ৪। মোঃ রাসেল শেখ (২৬), পিতা-মোঃ আঃ রহিম শেখ, সাং- দোলখোলা (মতলেবের মোড়, আবুর বাড়ীর ভাড়াটিয়া), থানা-খুলনা সদর, কেএমপি, খুলনা, ৫। মোঃ জলিল মোল্যা (৬০), পিতা-মৃত কাশেম মোল্যা, সাং-বিষ্ণুপুর (কলাবাড়ীয়া), থানা- বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট বলে জানায় এবং তারা ০২ টি মাদী ছাগল সম্পর্কে এলোমেলো ও অসংলগ্ন তথ্য দিতে থাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা উক্ত ছাগল ০২টি পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার গোশেরহাট নামক এলাকা হতে ২৩/০৫/২০২১ খ্রিঃ তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় অজ্ঞাত ব্যক্তির মাদী ছাগল ০২টি চুরি করিয়া নিয়া এসেছে মর্মে জানায়। ২৩/০৫/২০২১ খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় তথায় লোকজনের সামনে উক্ত ছাগলের জব্দতালিকা করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীদের বিরুদ্ধে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানার মামলা নং-২৩, তারিখ- ২৪/০৫/২০২১ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড দায়ের করেন।

এবিষয়ে খুলনা জেলা ডিবির ওসি জানান, বর্নিত আসামীরা পেশাদার চোর। আসামী মোঃ শহিদুল গাজীর নামে ০৩ টি চুরির মামলা, আসামী জলিল মোল্যার নামে ০৩ টি চুরির মামলাসহ সর্বমোট ০৮ টি মামলা, আসামি সাজু ব্যাপারীর নামে ০২ টি চুরির মামলা এবং আসামী রাসেল শেখ এর নামে ০১ টি চুরির মামলা রয়েছে।ওসি আরো জানান, ০৫ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন