খুলনা মেট্রোপলিটন পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 496 দর্শন

 

কেএমপি’র অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠত হয়েছে।গতকাল  ১১ এপ্রিল ২০২১ তারিখ বেলা ১১.০০ টায় কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার  মোঃ মাসুদুর রহামান ভূঞা  এঁর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার উপস্থিত কর্মকর্তাদের মূলতবী মামলা সমূহের দ্রুত নিষ্পত্তি এবং মাদকদ্রব্য উদ্ধার করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, কেএমপি’র পুলিশ কমিশনার  অপরাধ পর্যালোচনা সভার প্রারম্ভে উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী, মাদকদ্রব্য উদ্ধারকারী এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করেন।

কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় চলমান করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ লকডাউন মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধকরণের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল কে দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় এসয় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)  এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর)  মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ)  মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)  রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর)  মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি)  বি.এম নুরুজ্জামান (বিপিএম); ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক)  মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি)  শেখ মনিরুজ্জামান মিঠু-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন