সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে “পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে” এই গুজব কে কেন্দ্র করে ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষ হতাহতের ঘটনা ঘটছে। দেশের চলমান এই পরিস্থিতিতে এখন পর্যন্ত যে সমস্ত ঘটনার সৃষ্টি হয়েছে তা সম্পূর্ন ভিত্তিহীন এবং প্রতিটি ঘটনাই ব্যক্তিগত আক্রোশ ও পারিবারিক কোন্দল এর ফলাফল সুতরাং এ ধরনের ভিত্তিহীন গুজবে আতঙ্কিত হবেন না এবং গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। যে কোন ধরনের গুজব ছড়ানো ও আইন নিজের হাতে তুলে নেওয়া দেশের প্রচলিত আইনের পরিপন্থি এবং গুরুতর দন্ডনীয় অপরাধ। কোন বিষয়ে কাউকে সন্দেহজনক মনে হলে নিজের হাতে আইন তুলে না নিয়ে আইন-শৃংখলা বাহিনীকে জানানো এবং তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। জীবনের সর্বক্ষেত্রে মূল্যবোধ বর্জিত আবেগ পরিহার এবং সহানুভুতি সম্পন্ন বিবেকবোধ জাগ্রত করার পাশাপাশি সত্যসন্ধান ও সত্য প্রচারে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভুমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।
এই গুজব সংক্রান্তে সর্ব সাধারণকে সচেতন করতে এলাকার জনপ্রতিনিধি, সুধীসমাজ, কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধিকে ঘরোয়া বৈঠকের আয়োজন, মসজিদের ইমামকে বিভ্রান্তি সৃষ্টি রোধকল্পে বক্তব্য প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের স্কুল ছুটির পরে নিরাপদে স্কুল থেকে অভিভাবকের কাছে তথা বাসায় ফেরা, ফেইসবুকে গুজব শেয়ার করে ভাইরাল না করার জন্য অনুরোধ করা হয়। গুজব ও গণপিটুনির ঘটনা আমলে নিয়ে পুলিশি তৎপরতা অব্যহত আছে এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
যে কোন প্রয়োজনে স্থানীয় থানা পুলিশের সহযোগিতা নিন। আরএমপি পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করতে মোবাইল নং-০১৭৬৯-৬৯০৫১৬, টিএন্ডটি নং-০৭২১-৭৬০১৭০ অথবা জাতীয় জরুরী সেবা নং-৯৯৯ (টোল ফ্রি) নম্বরে যোগাযোগ করুন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন