তারিক ইসলাম:  বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার) ২৯ জুলাই ২০১৯ খ্রি. তারিখ গোপালগঞ্জ সফর করেন। সফরকালে তিনি রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় আইজিপি শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও শুভেচ্ছা বিনিময় করেন।

আইজিপি শিক্ষার্থীদের বলেন, পদ্মা সেতুতে মাথা লাগবে, রক্ত লাগবে এমন মিথ্যা গুজবে বিভ্রান্ত না হয়ে তারা যেন নিজে সচেতন হয় এবং অন্যকে সচেতন করে। সময় পেলে পদ্মা সেতুর প্রকল্প ঘুরে আসার জন্যও আইজিপি শিক্ষার্থীদের আহবান জানান।

আইজিপি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং এর মতো অপরাধের সাথে শিক্ষার্থীদের জড়িত না হওয়ার জন্য উপদেশ দেন।তিনি শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে আদর্শবান দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে ওঠার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আইজিপি মহোদয়ের সাথে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম-বার, পিপিএম-বার,গোপালগজ্ঞের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম(বার),সদর সার্কেলের এডিশনাল এসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন