গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 292 দর্শন

 

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার পদোন্নতি বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(০৩ ডিসেম্বর) শনিবার গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কার্যালয়ে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠেনে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন-নাহার, সহকারী কমিশনার (ভূমি) মামুন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন-নাহার বেগম, সদর উপজেল আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাইদ সিদ্দিকি, শহর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, দৈনিক বর্তমান গোপালগঞ্জ এর সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান সহ ২১ ইউনিয়নের চেয়ারম্যান ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে ৩ বছর ৮ মাস কর্মস্থলে থেকে গেলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা । এ জেলায় তিনি বহু ভালো কাজের অবদান রেখে গেছেন। করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, পারিবারিক কার্ড, শিক্ষা, বৃদ্ধদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বেকার যুবকদের চাকুরি, আশ্রয়ন প্রকল্পের নারীদের কর্মসংস্থান, জেলা প্রশাসন কার্যালয়ে কুইক সার্ভিস চালু করেন তিনি।

এছাড়া জেলার মানুষের দীর্ঘদিনের দাবী খালের বাঁধ কেটে উন্মুক্ত করেন, সরকারি জমি দখলমুক্ত সহ জেলার বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তিনি গোপালগঞ্জের একজন সুযোগ্য জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ জেলার মানুষের প্রতি মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় তাকে ‘মানবতার মা’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন গোপালগঞ্জের মানুষ।

গোপালগঞ্জে ৩ বছর ৮ মাস কর্মস্থলে থাকার পর পদোন্নতি বদলি হয়ে এখন জন নিরাপত্তা মন্ত্রনালয়ের যুগ্মসচিব পদে যোগদান করবেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা । আগামীকাল রবিবার (৪ ডিসেম্বর) তিনি নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্ব তুলে দিয়ে গোপালগঞ্জ থেকে বিদায় নিবেন বলে জানিয়েছেন বিদায়ী জেলা প্রশাসক শাহিদা সুলতানা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন