গোপালগঞ্জে বঙ্গবন্ধু উদ্যানে ‘ইকো টুরিজম পার্ক’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 176 দর্শন

 

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আজ ‘বঙ্গবন্ধু উদ্যানে’ নির্মিত “ইকো টুরিজম পার্ক”-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা এলাকায় এ পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলার বিঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা  প্রশাসক শাহিদা সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসীন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মন্জ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা এলাকায় বঙ্গবন্ধু উদ্যানে ১১ একর জায়গায় এ “ইকো টুরিজম পার্ক” নির্মান করা হয়েছে।ঢাকা-খুলনা মহাসড়কের খুব কাছেই এ ইকো টুরিজম পার্কে বিনোদন কেন্দ্র ছাড়াও রয়েছে একটি বড় খেলার মাঠ। এখানে পিকনিক করার পাশাপাশি খেলাধুলা, বেড়ানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন