এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের বড় কন্যা  উম্মে সওদা জারা খান।সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হয়।এতে উম্মে সওদা জারা খান প্রত্যেকটি সাবজেক্ট এ A+ পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছেন।উম্মে সওদা জারা খান কুষ্টিয়া সেকেন্ডারি সরকারী গার্ল্স স্কুলের ছাত্রী। তার মাতার নাম মাহামুদা আক্তার। বড় কন্যার রেজাল্ট দেখে তার পিতা সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আল হামদুলিল্লাহ!!  আমার বড় তনয়া উম্মে সওদা জারা খান এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস নিয়ে পাস করেছে। আমরা খুব খুশি হয়েছি । বাবা-মা হিসেবে আমরা গর্বিত।উম্মে সওদা জারা খান যেনো মানুষের মত মানুষ হয়ে গড়ে উ।ওসি জিহাদ খান সকলের কাছে তার কন্যার জন্য দুআ চেয়েছেন।

– প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন