মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 141 দর্শন

 

মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর  সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিঃ জেলা প্রশাসক সার্বিক মোঃ রেজা রশিদ, অতিঃ পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপারেশন) আতিকুল রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মাদ শাকিউল আজম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফাতেমা তুজ জোহরা, জেলা আনসার কমান্ডেন্ট মুর্শিদা খানম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের ডি ডি আবুল কালাম আজাদ, তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, জেলা শিল্প কলা একাডেমির সাধাঃ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন। সভায় ঐদিন ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ।

সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে স্কুল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ। আলোচনা সভা বীরমুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান। জেলখানা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর সহ যথাযথ মর্যাদায় দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বীরমুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন