ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রা উপজেলা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ড.মুহা.আনোয়ার হোসেন হাওলাদার

দ্বারা zime
০ মন্তব্য 201 দর্শন

 

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় মঙ্গলবার সকালে খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ হেলাল হোসেন কয়রা উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। ঘূর্ণিঝড় ‘আম্ফান’-এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা সুন্দরবন ঘেরা সমুদ্র উপকূলবর্তী কয়রা।

এসময় খুলনা-৬ আসন (সংসদীয় আসন-১০৪ঃ কয়রা ও পাইকগাছা)-এর স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান কয়রা উপজেলা পরিদর্শনে যান। মাননীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক একত্রে কয়রা উপজেলার ভেংগে যাওয়া বেড়িবাঁধ, প্লাবিত কৃষি জমি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন।এসময় তাঁরা ঘূর্ণিঝড় দুর্গত মানুষের সাথে কথা বলেন এবং ক্ষয়-ক্ষতি নিরুপণের চেষ্টা করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, কয়রার উপজেলা নির্বাহী অফিসার জনাব শিমুল কুমার সাহা, কয়রার উপজেলা পরিষদ চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি), কয়রা জনাব মোঃ নূর-ই-আলম সিদ্দিকী প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন